প্রতিষ্ঠানের পরিচিতি ও ইতিহাস
দানবীর মরহুম আব্দুল্লাহেল বাকী মিয়া সাহেব বিশ্বাস বেতকা ও পার্শ্ববর্তী এলাকা তথা করের বেতকা, নন্দীর বেতকা, মীরের বেতকা, আশেকপুর, নগর জালফৈ, তারটিয়া অথ্যাৎ পূর্ব টাঙ্গাইল এর মেয়েদের শিক্ষা বিস্তারের কথা বিবেচনা করে ১৯৭৩ সালের ২৫ মার্চ তার মায়ের স্মৃতি অম্লান করে রাখার জন্য টাঙ্গাইল সদর উপজেলাধীন টাঙ্গাইল পৌরসভার ১৫ নং ওয়ার্ড বিশ্বাস বেতকা মৌজায়, ঢাকা -টাঙ্গাইল মহাসড়কের পার্শ্বে নিজ উদ্যেগে জায়গা ক্রয় ও অক্লান্ত পরিশ্রম করে তিনি রহিমা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন ।